সিরাজগঞ্জে বিএনপিতে জামায়াতের ৩০ নেতাকর্মীর যোগদান, ‘বহিষ্কৃত’ বলছে জামায়াত,
এস, এম, রুহুল তাড়াশী, চলনবিল প্রতিনিধি
সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মীসভায় এই যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা প্রধান অতিথি পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। প্রধান অতিথি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং তাদের হাতে বিএনপির পতাকা তুলে দেন।
এ সময় খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, “বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন। আমরা তাদের স্বাগত জানাই।”
জামায়াতের ভিন্নমত
তবে এই যোগদান নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম। তিনি জানান, “আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা, সে বিষয়ে আমরা অবগত নই।
