বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশে মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তিনি কি ইন্তেকাল করেছেন। আমরা যটতা দেখেছি, ওনার রক্তক্ষরণ টা দেখিনি। শুনেছি, ওনাকে কেউ পেছন থেকে ঘুষি মেরেছে।
সিইসি বলেন, আমরা দেখেছি, শুনেছি যে হাতপাখার প্রার্থীকে খানিকটা আঘাত করা হয়েছিল এবং সেটা উত্তেজনা সৃষ্টি করেছিল। সে উত্তেজনা হয়তো পুরোপুরি প্রশমিত হয়নি। আমাদের এখান থেকে বলা হয়েছে, নির্বাচন উত্তর যেন কোন সহিংসতা না হয়। কোন রকম উচ্ছৃঙ্খল আচরণ যেন না হয়। কারণ ভোটের ফলাফল ঘোষণার পরে এরকম ঘটনা ঘটতে পারে। সেই প্রস্তুতি আমাদের রয়েছে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited