গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতোই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রোববার (২৮মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মো. আলমগীরের দাবি, গাজীপুরে ভোটের মাধ্যম নির্বাচন কমিশন, সরকার ও ভোটারদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি বলেন, নির্বাচনের মাঠ সবার জন্য সমান থাকবে। সবাই যেন ভোট দিতে পারে সেটি নিশ্চিত করবে কমিশন।
মার্কিন ভিসা নীতির সঙ্গে গাজীপুরে সুষ্ঠু ভোটের কোনো সম্পর্ক নেই বলেও সাংবাদিকদের জানান ইসি আলমগীর।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited