ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত বিহারিদের পুনর্বাসনের জন্য ৫ হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকার কেরানিগঞ্জে এ ফ্যাটগুলো নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শাহে আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
শরীফ আহমেদ বলেন, পর্যায়ক্রমে দেশের সব শহরে দরিদ্র কমিউনিটির ছিন্নমূল জনগণকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited