প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার ঘটনায় নেত্রকোনায় আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা ২টি অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল বাদী হয়ে মামলাও করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অসিত সরকারের আইনজীবী মো. শহিদুল্লাহ।
মামলার অভিযোগে বলা হয়, ১৯ মে প্রকাশ্য জনসভায় শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি। এ ধরনের হুমকি দেওয়ায় বাদী সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন।
আইনজীবী মো. শহিদুল্লাহ জানান, মামলায় প্রাণনাশের হুমকি, মানহানী ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বিচারক মো. কামাল হোসাইন মামলা আকারে গ্রহণের জন্য নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।
এর আগে গতকাল সোমবার (২২ মে) একই আদালতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন বাদী হয়ে মামলা করেন।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited