বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বরিশালস্থ ব্রামহ্মণবাড়িয়ানদের ইফতার মাহফিল। ব্রামহ্মণবাড়িয়ান’স কমিউনিটি ইন বরিশাল (বিসিবি) কর্তৃক উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক আলমগীর হোসেন শিপন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিজন কৃষ্ণ সাহা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বরিশাল জর্জ কোর্টের কর্মরত পেশকার মোঃ নাজমুল হাসান, মাইনুল চৌধুরী ও মোঃ তুহিন মোল্লা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ান শিক্ষার্থীবৃন্দ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, শেরেবাংলা মেডিক্যাল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ করা হয়। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী জাকির হোসেন ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া মাহফিল করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়াসহ সকল বাংলাদেশি মুসললমানদের জন্য দোয়া করা হয়।
ইফতার শেষে এক আলোচনাসভা করা হয়। উক্ত আলোচনাসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আলমগীর হোসেন শিপন। তিনি বলেন, “আমি জীবনেও কল্পনা করতে পারিনি যে, এত দূরে এসে এতগুলো ছোটভাই একসাথে পাব। আমার ইচ্ছে ছিল জজ হওয়ার, কিন্তু কোনো এক কারণবশত তা হয়ে উঠতে পারি নি। তবে আমি আজ এটা ভেবে অনেক গর্ববোধ করি যে, আমি জজ না হতে পারলেও আমার স্টুডেন্টদের জজ বানাচ্ছি। ”
সহযোগী অধ্যাপক বিজন কৃষ্ণ সাহা তার বক্তব্যে বলেন, “আমারা মূলত আমাদের নাড়ির টানে আজ একত্র হতে পেরেছি। আমাদের এই টান যেন সবসময় অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করছি”।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মাইনুল চৌধুরী তার বক্তব্যে উপস্থিত সবাইকে কোর্টের যেকোনো ধরণের সহযোগিতা করে দেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষের দিকে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের একজন শিক্ষার্থী, শেরেবাংলা মেডিক্যাল কলেজের একজন শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী কায়সার নিবিড় মিমনু তাদের আবেগময় অনুভূতিমূলক বক্তব্য দেন।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হোসেন এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ সিয়াম।অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এসোসিয়েশন সভাপতি আবু হানিফ।