মোঃ নাজমুল ইসলাম
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা পাঁচ আসন পূর্বধলার সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোঃ মিছবাহুজ্জামান চন্দন।সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে একজন সহযোগী হিসেবে নেত্রকোণা পাঁচ আসনে তথা পূর্বধলাবাসীর উন্নয়নে কাজ করে যেতে চাই।আমি ছত্রলীগ থেকে গড়ে উঠেছি রাজনীতি করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছি।জামাত শিবিরের আক্রমণে আমি যখন গুলিবিদ্ধ হই তখন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে হাসপাতালে দেখতে যান এবং আমার চিকিৎসার জন্য সর্বোচ্চ খোঁজখবর রাখেন এবং সহযোগিতা করেন এজন্যে আমি আমার নেত্রীর কাছে চিরঋণী ও কৃতজ্ঞ। আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় জণগণকে সাথে নিয়ে মানুষের সেবায় কাজ করছি। বিগত তিনবার আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছিলাম এবার দ্বাদশ সংসদ নির্বাচনেও আমি একজন প্রার্থী হিসেবে জণগণকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছি।আমার বিশ্বাস এবার আমি নৌকা প্রতিকে মনোনয়ন পাব এবং আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিলে আমি সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে নেত্রকোণা পাঁচ আসনটি উপহার দিব ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে ইঞ্জিনিয়ার মোঃ মিছবাহুজ্জামান চন্দন পারিবারিক ভাবেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন।তিনি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং জি এস হিসেবে দায়িত্ব পালন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কৃষি প্রকোশল বিভাগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) এর চেয়ারম্যান সহ বহু পেশাজীবি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন।