নিজস্ব প্রতিবেদক::
‘পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে’- এ শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ‘জেলা ব্র্যান্ডিং কর্ণার ও বিক্রয় কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১জুলাই) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার এ কর্ণার উদ্বোধন করেন।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী নাহিদ নেওয়াজ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীরসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও ঝিনাইগাতী উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্র্যান্ডিং কর্ণারে শেরপুর জেলার পর্যটন ম্যাপ, ব্র্যান্ডিং লোগো, জেলার দর্শনীয় স্থানের আলোচিত্র ও বিবরণী, জেলার মুক্তিযোদ্ধার ইতিহাস ও ব্র্যান্ডকে ধারণ করে এমন প্রচ্ছদ ও পণ্য এবং জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শিত রাখা হয়েছে। গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের জন্য এ ‘জেলা ব্র্যান্ডিং কর্ণার ও শেরপুরের ঐতিহ্যবাসী তুলসীমালা চাল বিক্রয় কেন্দ্র’ স্থাপন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
উদ্বোধনের আগে জেলা প্রশাসক সাহেলা আক্তারের বদলীজনিত বিদায় উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।