বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আদালতের আদেশ অমান্য করে নিজ শ্বশুর বাড়ির লোকদের জন্য বিরোধপূর্ণ রাস্তায় জোর করে কাজ করছেন এমপি মোকাব্বির খান এমন অভিযোগ উঠেছে।
মোকাব্বির খান সিলেট-২আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি। তাঁর শ্বশুরবাড়ি বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশির কাপন গ্রামে।
সম্প্রতি ওই গ্রামের দক্ষিণে ৫০০ মিটার রাস্তা নতুন পাকা করণের কাজ চলছে। কাজের নেতৃত্ব দিচ্ছেন এমপির সমন্ধী নিজাম উদ্দিন ও তার প্রতিবেশী খেলাফত মজলিস নেতা সায়েফ আহমদ সায়েক।
ওই রাস্তার ভেতরে ভূমি রয়েছে একই গ্রামের গোলাব খান (৭০) ও তার অংশিদারদের। কিন্তু এমপির ক্ষমতাবলে জোরপূর্বক নিজাম উদ্দিন ও সায়েফ আহমদ সায়েক গোলাব খানের ভূমির উপর থাকা ৭টি ফলজ গাছ ও কলোনির বারান্দা ভেঙ্গে রাস্তার কাজ শুরু করেন।
এমন অভিযোগ এনে ১৪৪ ধারা জারির জন্য গোলাব খান সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে লিখিত আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য থানার ওসি’কে নির্দেশ দেয়া হয়। আগামী ৩১মে আদালতে এই প্রতিদেন দেয়ার নির্দেশ রয়েছে।
কিন্তু আদালতের ওই আদেশ অমান্য করে এমপি মোকাব্বির খানের নির্দেশে তার সমন্ধী নিজাম উদ্দিন ও সায়েফ আহমদ সায়েখ রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন।
এমন অভিযোগ এনে বুধবার দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাবে এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন গোলাব খান।
সংবাদ সম্মেলনে গোলাব খান জানান, গ্রাম ও এলাকারবাসীর সাথে কথাছিল সায়েফ আহমদ সায়েক আমার পারিবারিক কবরস্থানের রাস্তা দিবে। কিন্তু সায়েফ আহমদ সায়েক সেই শর্ত ভঙ্গ করায় আমি ও আমার সরিকান ভূমির উপর দিয়ে রাস্তা দিতে অপারগ হই। এনিয়ে বিরোধ সৃষ্টি হলে এমপি মোকাব্বির খান তাঁর সমন্ধী নিজাম উদ্দিন ও সায়েক আহমদ সায়েখের পক্ষ নিয়ে ক্ষমতার বলে কাজ চালিয়ে যাচ্ছেন।
এতে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। যদি এমন অঘটন ঘটে তাহলে এমপিই দায়ী থাকবেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
এছাড়া এমপি একটি সালিশ বৈঠকে আমার ভাতিজা আবু খানকে বলেন, তুই যুবলীগ করছ। আমি কত যুবলীগ, ছাত্রলীগ ও আ’লীগ দেখেছি। আমি এমপি তুমরা আমার ঘন্টাই করতে পারবে না।
তিনি অভিযোগ করে বলেন, এমপি মোকাব্বির খান তার শ্বশুর বাড়ির ধনী লোকদের ৫টি গভীর নলকুপ ও প্রধানমন্ত্রীর গরিব লোকদের দেয়া খয়রাতির অর্থ শ্বশুর বাড়ির লোকজনদের মাঝে বিতরণসহ চরম দুর্নীতি ও প্রতারণামূলক কর্মকান্ড করে আসছেন।
সংবাদ সম্মেলনে গোলাব খান এমপি মোকাব্বির খানের দুর্ণীতি ও বেআইনি কর্মকান্ডের তদন্ত ক্রমে ব্যবস্থা গ্রহনের জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য দেন জাহারগাঁও গ্রামের প্রবীন মুরব্বি ওয়ারিছ খান, এমপির শেলক জুনেদ আহমদ, হরিকলস গ্রামের মুরব্বি আব্দুস সালাম’সহ আরও অনেকে।
এবিষয়ে জানতে চাইলে এমপি মোকাব্বির খানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি তা রিসিভ করেন নি।