জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশোর সম্পর্কটা বন্ধুত্বের। তবে ছোট পর্দায় একে অপরকে টক্করও দিয়েছেন নিজেদের কাজ দিয়ে। সেই দীর্ঘদিনের বন্ধু অপূর্ব ভুলে যাননি নিশোর এই নতুন যাত্রায় শুভকামনা জানাতে। অপূর্ব নিজের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে টিজারের ফোরটেস্ট ভিডিওটি আপলোড করে লিখেছেন ‘বেস্ট অব লাক’।
সেদিক থেকে পিছিয়ে নেই নিশোর সঙ্গে অসংখ্যবার পর্দায় জুটি বাঁধা তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। নিশোর প্রোফাইল থেকে আপলোড হওয়া ভিডিওটি শেয়ার দিয়ে তিনি লিখলেন, ‘আফরান নিশো ভাইয়াকে বড় পর্দায় দেখার জন্য এক্সাইটেড।’
‘বেস্ট উইশেস ফর সুড়ঙ্গ’ লিখে ফোরটেস্ট আপলোড করেছেন তার আরেক সহশিল্পী তানজিন তিশা। সেই তালিকায় আরও রয়েছেন সাবিলা নূর, সায়মন সাদিক, ইরফান সাজ্জাদ, আবরার আতহার, সামিরা খান মাহি, রাফাত মজুমদার রিংকুও।
আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদের সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। পরিচালক রাফির পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘লাভড ইট! কান্ট ওয়েট’। একই পোস্ট শেয়ার করে বিদ্যা সিনহা মিম লিখেন, ‘ওয়েটিং, বেস্ট অব লাক’।
দেশীয় তারকার পাশাপাশি এ তালিকায় যোগ হয়ে সিনেমাটির জন্য শুভকামনা জানান ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। তিনি তার ফেসবুক প্রোফাইলে ‘সুড়ঙ্গ’-এর টিজার শেয়ার করে পুরো টিমকে শুভকামনা জানিয়েছেন।
মাত্র ১ মিনিট ২২ সেকেন্ড একটি ভিডিও যেটাকে বলা হচ্ছে ফোরটেস্ট। আসন্ন ঈদ-উল-আযহায় প্রেক্ষাগৃহে আফরান নিশো যে ঝড় তুলবে তা এই ছোট একটি ভিডিওতে জানান দিয়ে গেলো। রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’- এর ফোরটেস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
কিছুদিন আগেই শেষ হল সিনেমাটির আইটেম গানের দৃশ্যায়ন। কিছুদিনের মধ্যেই যেটি অন্তর্জালে উন্মুক্ত হবে। এছাড়াও ২৫ জুন প্রকাশিত হবে সিনেমাটির ট্রেলার।