এন আর ডি ডেস্ক নিউজ ঃ
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে দেশটির জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফটের একটি কনসার্টে ভক্তদের নাচানাচির পর ভূকম্পন অনুভূত হয়েছে। একজন ভূকম্পবিদ জানিয়েছেন, কম্পনটি ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।
সিয়াটলের লুমেন ফিল্ডে গত ২২ ও ২৩ জুলাই এই কনসার্ট আয়োজিত হয়। জ্যাকি ক্যাপলান-অরব্যাচ নামের ওই ভূকম্পবিদ জানিয়েছেন, সুইফট ভক্তদের নাচানাচি ও সাউন্ড সিস্টেমের কারণে এই ভূকম্পন অনুভূত হয়েছে।
এবারের ভূকম্পনটির সঙ্গে তুলনা করা হচ্ছে সিয়াটলেই হওয়া ২০১১ সালের ‘বিস্ট কুয়াক’-এর সঙ্গে। সেবার আমেরিকান একটি ফুটবল লিগের ম্যাচশেষে দর্শকদের উদযাপনের পর ভূকম্পন অনুভূত হয়।
পশ্চিম ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাপলান-অরব্যাচ সিএনএনকে বলেছেন, ২০১১ সালের সেই ফুটবল ম্যাচের পরের ভূকম্পন ও সুইফটের কনসার্টের পরের ভূকম্পনের মাত্রার পার্থক্য মাত্র ০ দশমিক ৩। তবে সুইফটের কনসার্টের কম্পন দ্বিগুণ শক্তিশালী ছিলো
আবারও বিচ্ছেদের পথে টেইলর সুইফট
তিনি বলেন, ‘আমি কনসার্টের দুই রাতের তথ্যই নেই এবং লক্ষ্য করি সিগন্যালের ধরন একদম একই ছিল।’ প্রসঙ্গত, সিয়াটলে টুইফটের কনসার্টের ২ রাতে লোক হয়েছিল প্রায় ১ লক্ষ ৪৪ হাজার।