অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। তবে আসছে ঈদেই দেখা দিবেন তিনি, ফিরছেন সিনেমা নিয়ে।
ঈদে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তিশার সিনেমা ‘রক্তজবা’। এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। সিনেমাটি পরিচালনা করেছেন নেয়ামুল মুক্তা। এতে তিশার সহশিল্পী শরিফুল রাজ।
নুসরাত ইমরোজ তিশা বলেন, গল্পটি বেশ সুন্দর। বেশ টুইস্ট আছে। আশা করি দর্শকরা পছন্দ করবেন।
এদিকে তিশাকে কুরবানি ঈদের নাটকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানটি এ অভিনেত্রী।
নির্মাতা জানিয়েছে, সিনেমাটির গল্প একটি চিঠিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। একদিন আচমকা এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে একটি চিঠি আসে। সেই চিঠির রেশ ধরে তিনি ফিরে যান একযুগ আগের অতীতে। আর এর মাধ্যমে একে একে উন্মোচিত হয় নানা রহস্য। ঘটনার সঙ্গে যুক্ত হয় আরও অনেক চরিত্র।