সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিদায় জানালেন নব্বই দশকের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কাজল। ইনস্টাগ্রামে এক পোস্ট দেওয়ার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন তিনি।
ইনস্টাগ্রামে কাজল লিখেছেন,‘জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ আর ক্যাপশনে লেখেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলাম।’
কাজলের এমন বার্তায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা। এক অনুরাগী লেখেন, ‘কেন?? কি হলো?? দয়া করে কেউ বলতে পারবেন??
আরেকজন অভিনেত্রীর পাশে থাকার ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘ঠিক আছে অসুবিধা নেই, আপনি ফেরার জন্য সময় নিতে পারেন’।