নিজের নামে মাল্টিপ্লেক্স চালু করলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা’ খ্যাত এই তেলেগু সুপারস্টারের মাল্টিপ্লেক্সের নাম ‘এএএ সিনেমাস’। এটি তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদের আমীরপেটে অবস্থিত।
বৃহস্পতিবার (১৫ জুন) নিজ হাতে অত্যাধুনিক এই মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন আল্লু অর্জুন। এ সময় উপস্থিত ছিলেন তার বাবা আল্লু অরবিন্দ, তেলেঙ্গানার প্রাণীসম্পদ মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবসহ অনেকে।
উদ্বোধন শেষে কয়েকটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে আল্লু বলেছেন, ‘আজ উদযাপনের দিন, কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাই এখানে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হও, কারণ আমরা সিনেমার নতুন একটা অধ্যায় শুরু করেছি।’
বৃহস্পতিবার উদ্বোধন হলেও শুক্রবার (১৬ জুন) এই মাল্টিপ্লেক্সে প্রথম প্রদর্শনী হবে। এদিন মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘আদিপুরুষ’। সেটিই হতে যাচ্ছে এএএ সিনেমাসের প্রথম সিনেমা। ভারতের পাশাপাশি হলিউডের সিনেমাও চলবে এখানে।
আল্লু অর্জুন দক্ষিণী সিনেমার তৃতীয় তারকা, যিনি নিজের মাল্টিপ্লেক্স চালু করলেন। এর আগে মহেশ বাবু (এএমবি সিনেমাস) ও বিজয় দেবেরাকোন্ডা (এভিডি) নিজস্ব মাল্টিপ্লেক্স তৈরি করেছেন।
সূত্র: পিঙ্কভিলা