প্রবাস ডেস্ক:: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সিলেটবাসীর কাছে ভোট চেয়েছেন লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা ও তরুণ ব্যবসায়ী মোহাম্মদ জুবের হোসাইন।সেই সাথে তিনি ব্যবসায়িক কাজে দুবাইতে অবস্থান করার ফলে দেশে প্রচরাণায় অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (১৯জুন) রাতে তিনি আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সিলেটবাসীর কাছে ভোট চেয়ে বলেন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রবাসীদের পরম বন্ধু হচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ রক্ষা কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, অনেক প্রবাসী দেশে গিয়েছেন। বিশেষ করে আনোয়ারুজ্জামান চৌধুরীর ভালোবাসার প্রতিদান দিতে প্রবাসীরা দেশে গিয়েছেন। কিন্তু আমার ইচ্ছা থাকা সত্বেও জরুরী ভিত্তিতে দুবাইতে ব্যবসায়িক মিটিং থাকায় দেশে প্রচারণায় অংশ নিতে পারিনি।
আমি সকল প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে আবেদন জানাচ্ছি ২১ জুনের নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য।এতে আন্তর্জাতিক বিশ্বে সিলেটসহ বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল হবে।