কেউ যদি একটি গরুতে এক ভাগ আকিকা আর বাকি অংশ কোরবানির নিয়তে কোরবানি করে তবে তার আকিকা ও কোরবানি আদায় হবে কি না?
উত্তর: হ্যাঁ, গরু, উট, মহিষে সাত ভাগের এক ভাগ আকিকা ও বাকি অংশ কোরবানির নিয়ত করলে আকিকা ও কোরবানি দুটোই আদায় হয়ে যাবে। ইমদাদুল আহকাম : ৪/২৮২
কোরবানির গরুতে আকিকার জন্য অংশ দেওয়া যাবে কি? আমরা স্বামী-স্ত্রীর পক্ষ থেকে কোরবানির দুই অংশ, মৃত বাবা-মার জন্য দুই অংশ এবং মেয়ে ও ছেলের আকিকার তিন অংশ এভাবে এক গরুতে কোরবানি ও আকিকা করতে চাই। এটা জায়েজ হবে কি?
উত্তর: হ্যাঁ, কোরবানির গরুর সাত ভাগে আকিকার অংশ দেওয়া জায়েজ। এতে কোরবানি ও আকিকা দুটোই আদায় হবে। আপনি প্রশ্নে যেভাবে বলেছেন সেভাবে কোরবানি ও আকিকা করতে পারবেন। বাদায়েউস সানায়ে : ৪/২০৯