আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে জেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল।
বুধবার (১২) এপ্রিল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল উপস্থিত হয়ে অভিযোগকারীদের মৌখিক ও লিখিত বক্তব্য শুনেন।
এতে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে মারধর, হুমকি ধামকি ও আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিনা অনুমতিতে জন্মদিনের ডিজে-কনসার্টের আয়োজন করার বিষয়টি সত্যতা পাওয়া যায় বলে জানান।
তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের নিকট জমা দেয়া হবে এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ে তদন্ত প্রতিবেদনটি পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ দুপুরে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে আজমিরীগঞ্জ-কাকাইলছেও মেইন্টেনেন্স কাজের বিল দাবি করেন।
পরিমাপ অনুযায়ী বিল দিলেও সজিবের চাহিদা মোতাবেক না হওয়ায় তিনি উত্তেজিত হয়ে উপজেলা প্রকৌশলী আহমেদ তানজির উল্লা সিদ্দিকীকে।অকথ্য ভাষায় গালাগাল করে টেবিলে তাপ্পর মেরে টেবিলের গ্লাস ভেঙ্গে ফেলেন এবং তাকে মারার জন্য ছুটে আসেন। এ সময় প্রকৌশলী আহমেদ তানজীর উল্লা সিদ্দিকীকে বাচাঁতে অপর কর্মচারী জেনারেল ফ্যাসিলিটেটর মুহাম্মদ মোশরফ হোসেন এগিয়ে আসলে উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব তাকে এলোপাতারী মারধর করেন। এতে তার বাম চোখে আঘাতপ্রাপ্ত হন।এসময় তার মোবাইল ফোন কেড়ে নেন এবং প্রকাশ্যে প্রকৌশলীকে হত্যার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে তিনি আজমিরীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন যার নং ৮৬০।
গত ২৭ মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা প্রকৌশলী আহমেদ তানজির উল্লা সিদ্দিকী।
এছাড়া, গত ৫ অক্টোবর উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব তার জন্মদিন উপলক্ষে আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিনা অনুমতিতে ডিজে-কনসার্টের আয়োজন করেন।
এ সময় নারী পুরুষ শিল্পীর মাধ্যমে রাতভর কনসার্ট চলতে থাকে। কোন অনুমতি ছাড়া সরকারি প্রতিষ্টনে ডিজে কনসার্ট আয়োজন করে সজীব বিধি লঙ্ঘন ও অসাধাচরনমূলক কাজ করেছেন।
এনিয়ে সংবাদ প্রকাশ জেরে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসককে অনুরোধ করেন।