শাল্লা প্রতিনিধি ঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শাল্লা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সামনে এসে শেষ হয়।
এর মিছিল কারীগণ পর একটি প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন), হবিবপুর ইউপির চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা ইউপির সাবেক চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, বাহাড়া ইউপির চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, এনামুল বারী লেলিন, সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।