শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে পানিতে ডুবে সজ্জাদুল ইসলাম(৪৫) নামের এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।নিহত জেলে দক্ষিণ গাজীনগর গ্রামের উমেদ মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, নিহত সজ্জাদুল সকালে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে হাওরে যাওয়ার পথে একটি খাল পার হতে গিয়ে তীব্র স্রোতের তোড়ে ভেসে যান। এরপর পরিবারসহ স্থানীয় লোকজন খোজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরির সহযোগিতায় খাল থেকে লাশ উদ্ধার করে৷
ডুবুরির মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।