মিতালী রানী দাস, সুনামগঞ্জ ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড-এর উদ্যোগে ওয়ার্ড সভা অনুষ্ঠিত।
২৫ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় চান্দপুর গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে ইউ পি,সদস্য দিলীপ বর্মণের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব অধির চন্দ্র দাস, সদস্য সচিব সংশ্লিষ্ট ইউপির স্ট্যাডিং কমিটির প্রতিনিধি, এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পের ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ অন্যান্য গ্রামবাসী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এফআইভিডিবির আরইসিসি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
সভায় সংশ্লিষ্ট ওয়ার্ড-এ জলবায়ু পরিবর্তন এর কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলা সংক্রান্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়াও উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করা হয়। এতে করে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় তৃণমূল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইউপির পরিকল্পনায় জনগণের মতামত নিশ্চিত করা হয়।