স্টাফ রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের নির্মানাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনা সদসদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় সিসিকের প্রধান প্রকৌশলীকে আহবায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (৩জুন) দুপুর আড়াইটার দিকে বন্দরবাজারস্থ নগরভবনের পাশ্ববর্তী সিটি সুপার মার্কেটে পাইপ পড়ে তিনি নিহত হন।
নিহত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল মো.দেলওয়ার হোসেন(৩২), ৫০ ফিল্ট রেজিমেন্ট আর্টিলারী, ১৭ ডিভিশন, সিলেট। তাঁর বাড়ী মেহেরপুর জেলার রাংনি থানাধীন জগিরগোফার রায়পুর গ্রাম।
এদিকে এ ঘটনায় সিসিকের প্রধান প্রকৌশলীকে আহবায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
তদন্ত কমিটির আহবায়ক সিসিকে প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সদস্য গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।