স্টাফ রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করা এক শ্রমিককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।এ ঘটনায় আরও এক শ্রমিককে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) সকাল ৯ টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম নয়ন(২০)। তিনি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।আহত শ্রমিকের নাম আইয়ুব আলী(২৬)।তিনি রংপুরের বাসিন্দা। তারা দুজনেই ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কর্মরত।
এ বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ তথ্য নিশ্চিত করেছেন।এ ঘটনায় পুলিশ ৪জনকে আটক করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক ফজলুল হক জানান, শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে আমাদের দুজন শ্রমিক নয়ন ও আইয়ুব আলীকে ১ লাখ ৩৭ হাজার টাকা ও চারটি মোবাইল চুরির অভিযোগে একটি রুমে নিয়ে ব্যাপক মারধর করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত ঠিকাদার ও ম্যানাজারের লোকজন।পরে আহত অবস্থায় সকাল সোয়া ৯ টার দিকে নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।পরে অন্যান্য শ্রমিকের দেওয়া তথ্যমতে আরও এক শ্রমিককে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, শ্রমিক খুনের ঘটনায় আমরা এ পর্যন্ত চারজনকে আটক করেছি।ঘটনা খতিয়ে দেখছি, আসলেই কি চুরির কোন ঘটনা ঘটেছিল বা অন্য কোন কারণ আছে কি না।অপরাধী যেই হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না।