সিলেট প্রতিনিধি:: সিলেটের চা বাগানের বঞ্চিত শিশুদের নিয়ে ‘ফ্রুটস্ ফ্যাস্টিবল’ (ফল উৎসব) ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে আম, জাম, কাঠাল,আনারস, কলা, চিলুসহ বিভিন্ন জাতের মৌসুমি ফল শিশুদের খাওয়ানো হয়।
শনিবার বিকালে সিলেটের লাক্কাতুরায় এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও ঊষা সাংস্কৃতিক বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.মঞ্জরুল আলম ( ফোর্স) সদর ও প্রশাসন। অনুষ্ঠানটি সমন্বয় করেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফ আহমেদ।
ঊষা স্কুলের পরিচালক নিগাত সাদিয়ার সভাপতিত্বে ও এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের মূখ্য নির্বাহী রাজীব কুমার রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক ( মিডিয়া, সিলেট জেলা পুলিশ) শ্যামল বনিক, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার , নিউজ ২৪ এর ব্যুরো প্রধান সৈয়দ রাসেল।
দিনব্যাপী এই ফ্রুটস্ ফ্যাস্টিবলে চা বাগানের শতাধিক বঞ্চিত শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
এসময় ঊষা সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে। এর আগে শিশুদের মধ্যে চিত্রাক্ষন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যেখানে ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।