স্টাফ রিপোর্ট:: সিলেটে কাঁচা মরিচের ঝালে বাজার গরম। দাম ছুঁইলো ৮০০ টাকা। ঈদের ৪-৫দিন আগে থেকেই বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেতে থাকে।দাম বৃদ্ধি পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, সিলেটের খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ৮০০-৯০০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে কেজিতে ৬০০-৭০০ টাকায় পাওয়া যাচ্ছে কাঁচা মরিচ।১০ দিন আগেও ১২০ থেকে ১৫০ টাকায় কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছিল। এরপর দাম বাড়তে শুরু করে। আগে যেখানে ক্রেতারা কেজি পরিমাণে কিনতেন, সেখানে ২০০ গ্রাম কিংবা ১০০ গ্রাম কিনছেন এখন। এ ছাড়া ভাসমান সবজির ব্যবসায়ীরা ৫০ গ্রাম থেকে ২০ গ্রাম করেও কাঁচা মরিচ বিক্রি করছেন।সপ্তাহখানেক ধরে কাঁচা মরিচের দাম বাড়ছে। ঈদের আগের দিন থেকে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেশি বৃদ্ধি পায়।
আব্দুল আলিম , আবু তাহের ও রোমান আহমদ নামে কয়েকজন ক্রেতা বলেন, বাজারে কাঁচা মরিচ কিনতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। মরিচের দাম ৮০০-৯০০ টাকা কেজি। কিভাবে একজন গরীব মানুষ সংসার চালাবে। যেখানে আমরা মধ্যবিত্তরাই হিমশিম খাচ্ছি। সেখানে একজন নিন্ম আয়ের মানুষ কিভাবে স্ত্রী-সন্তান নিয়ে খেয়ে পরে বেঁচে থাকবে। সরকারের তদারকি থাকলে এমন হতো না।
কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, ঈদ ও টানা বৃষ্টির কারণে জোগান কম হওয়ায় দাম বাড়ছে। বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। ঈদের ছুটি থাকায় বাজারে কাঁচা মরিচ কম এসেছে। তাই দামও বেড়েছে।
তারা আরও জানান সিলেটে যেসব কাঁচা মরিচ পাওয়া যায় তা অন্যান্য জেলার আড়ত থেকে আনা হয়। বেশির ভাগ মরিচ আসে বগুড়া থেকে। বর্তমানে সেখানে দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সিলেটের বাজারে।