সিলেট প্রতিনিধি: সিলেটের জালালাবাদ থানার কুমার গাঁও সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০এপ্রিল) দুপুর ১টায় কুমার গাঁও সড়কের টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি তদন্ত মো.খালেদ মামুন।
নিহত মোটরসাইকেল আরোহী কিশোর রাজীব (১৩)। সে জালালাবাদ থানাধীন টুকের বাজারের তালুকদার পাড়া এলাকার সমছুল হকের ছেলে।
আহতরা হলেন- টুকেরবাজারের তালুকদার পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে ফয়সল আহমদ (২৫) ও মোটরসাইকেল চালক মৃত আব্দুস শহিদের ছেলে মুহিবুর রহমান (৩৫)।
এব্যাপারে জালালাবাদ থানার ওসি তদন্ত মো. খালেদ মামুন বলেন, বৃহস্পতিবার দুপুরে নিহত কুমার গাঁও সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এ সময় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও আরও দুইজন আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাজীবকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে জরুরি বিভাগের ভর্তি করা হয়।