রাজধানীর একটি বাসা থেকে যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর কুদরত-ই খুদা হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুরে কলাবাগান থানার লেক সার্কাস রোডের ওই বাসার ছাদের চিলে কোঠা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখানে থাকা তার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ সংবাদমাধ্যমকে জানান, লেক সার্কাস রোডের একটি বাসা থেকে যমুনা টিভির রিপোর্টারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি হতাশ ছিলেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় নিহতের এক বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার নাম পরিচয় এখনই প্রকাশ করতে চাননি এ পুলিশ কর্মকর্তা।