মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচিত করা হয়েছে।
রাজনগর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিস জানায়, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার পর্যায়ে কাজী নাদিমুল হক, প্রধান শিক্ষক (মহিলা) খরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতি রানী ধর ও (পুরুষ) ভেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রজব আলী, সহকারী শিক্ষক (পুরুষ) বিচইনকির্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লুৎফুর রহমান, (মহিলা) টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোকেয়া মকবুলা, শ্রেষ্ঠ কাব শিক্ষক গয়ঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা বেগম, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) চাটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. নজমুল হক’কে নির্বাচিত করা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে ছয় ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচিত করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ বলেন, সরকারের এই মহতি উদ্যোগে শিক্ষকরা দায়িত্ব পালনে আরও আন্তরিক হবেন বলে আমি মনে করি। এগিয়ে যাবে শিক্ষার মান।