মৌলভীবাজারের শেরপুরে বেসরকারি শিক্ষক/কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও শিক্ষকদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার(১৯ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর শেরপুর মুক্তিযুদ্ধা চত্ত্বরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে বেসরকারি শিক্ষক/কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও শিক্ষকদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমানের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আজাদ হোসেন সুব্রত চন্দ বিধান, মৌলানা জহিরুল ইসলাম, তাজুল ইসলাম, শেফালী রহমান,আঞ্জুয়ারা বেগম প্রমুখ।