মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৩০৪টি ক্ষুদ্র নী গোষ্ঠী পরিবারের মাঝে গরু, গরুর ঘর নির্মানের উপকরণ ও হাঁস-মুরগীর ঘর বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) দুপুরে ২টায় জেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটরিনারি হাসপাতালর আয়োজনে এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নলছার আহমেদ।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নী-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উনয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উনয়ন প্রকল্পের আওতায় ২৮টি পরিবারকে গরু, গরুর ঘর নির্মাণের জন্য পিলার, ইট, টিন ও ২৭৬টি পরিবারকে হাঁস-মুরগির ঘর বিতরণ করা হয়। এসব পরিবারকে পরবর্তীতে এই প্রকল্পর আওতায় ২০টি করে হাঁস-মুরগী ও গবাধিপশুর খাদ্যসামগ্রী প্রদান করা হবে।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা’র সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য প্রধান করেন সংসদ সদস্য নেছার আহমেদ। যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রধান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চদ্র পাল, উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চদ্র দাস প্রমুখ।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি (তদন্ত) মাযহারুল আনোয়ার, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান বাবু দিগেন্দ চদ্র সরকার, সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম মুয়ূব, যুগ্ম সাধারণ সম্পাদক সাহদুজ্জামান আনছারী মনাই, সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিম, মো. সামছুদ্দাহা রুকন, উপজলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগর সহসভাপতি শেখ রয়হান উদ্দিন জুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ প্রমুখ।