মৌলভীবাজার প্রতিনিধি:: সোমবার (০৯ অক্টোবর) সকালে মৌলভীবাজার সরকারি কলেজের ৩০২ নং কক্ষে হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে ৩য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বিজনেস আইডিয়া (উদাহরণস্বরূপ- কুটির শিল্প, অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট, রিসাইক্লিং পণ্য ইত্যাদি) প্রকল্প উপস্থাপনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হিসাববিজ্ঞান বিভাগ বিভাগীয় প্রধান মো: শরিফুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখেই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে ঘোড়ার। এখন স্মার্ট মানে কি, স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি উপাদান আছে প্রথমে স্মার্ট নাগরিক হতে হবে, অর্থনীতি, স্মার্ট শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। আমি মনে করি স্মার্ট নাগরিক মানে হচ্ছে কোন ছেলে বা মেয়ে যেকোনো পরিবেশে গিয়ে মানিইয়ে নিতে পারবে, তাকেই স্মার্ট নাগরিক বলে।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মনসুর আলমগীর, ইতিহাস বিভাগ বিভাগীয় প্রধান মো. মোস্তফা কামাল আহমদ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফি উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল হালিম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মুস্তানসার বিল্লাহ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেকুজ্জামান ভূইয়া, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো.সরওয়ার জাহান রাফি প্রমুখ।