নিজস্ব প্রতিবেদক::
দেশ পরিচালনায় ব্যর্থ এ সরকারের অবিলম্বে পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন,আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা।
রোববার (৩০ জুুলাই) বিকেল ২ ঘটিকায় শহরের মৌলভীবাজার সিলেট রোডে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবির শহর সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা বিগত সময় থেকে লক্ষ্য করছেন বর্তমান সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সকল বিরোধী দল মতকে গায়ের জোরে রাস্তা থেকে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এখনও সেটা অব্যাহত রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই গণতান্ত্রিক আন্দোলন শক্তি প্রয়োগ করে দমন করা যায় না । আজকের বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক মহল সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে।সরকারের পতন নিশ্চিত করে জনতার বিজয় সুনিশ্চত হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আজ বাংলাদেশের সর্বস্তরে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি হয়েছে সেটা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছে না। এটা সরকারের বোধগম্য হওয়া উচিত। এই সরকার জনগণের কি হল সেগুলো মূল্যায়নের কোন তোয়াক্কা করে না। যে দল বা যে সরকার জনগণের দাবিকে মূল্যায়ন করে না তাদের একমুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই।
আমীরে জামায়াতের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ জনতার স্লোগান থামিয়ে তিনি আরো বলেন, আপনারা লক্ষ্য করেছেন বিরোধী দল ও মতকে স্বব্ধ করে দেওয়ার জন্য জামায়াতের ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে তারা থামেনি। আদালত যাদেরকে জামিন দিয়েছে নির্লজ্জভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বার বার আটক করা হচ্ছে। আমরা এ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমীরে জামায়াত, আলেম-উলামা, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিরোধী সকল রাজবন্দীদের মুক্তি দাবি করে বলেন সরকারের জেনে রাখা উচিত কয়েকহাজার মানুষকে গ্রেফতার করে জনগণের আন্দোলনকে স্বব্ধ করা যাবে না ইনশাআল্লাহ।