বিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজ আরব খানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
গত ২৬ জুন থানায় এই সাধারণ ডায়েরী করেছেন সাবেক চেয়ারম্যান আবারক আলী। ডায়েরী নং-১১৬৮।
তারা উভয়’ই বিএনপি নেতা। আবারক আলী দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ পশ্চিগাঁও গ্রামের মৃত রশিদ আলীর ছেলে।
তিনি সিঙ্গেরকাছপাবলিক স্কুল এন্ড কলেজের গভর্নিং কমিটির সভাপতি’সহ এলাকার বিভন্নি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকরে আসছেন।
আর হফিজ আরব খান একই ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত আওলাদ খানের ছেলে। সম্প্রতি তিনি দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (চশমা) প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আবারক আলী তার ডায়েরীতে উল্লেখ করেন গত ২৪ জুন ‘ক্যাম্পেইন ফর হাফিজ আরব খান’ নামীয় ফেসবুক আইডি’তে লিখেন ‘আবারক চেয়ারম্যান হলো একটা ‘দালাল এবং দাঙ্গাবাজ’। হফিজ আরব খান ও তার অজ্ঞাত সহযোগীদের সহায়তায় আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করে আমার মানসম্মান ক্ষুন্ন করেছে। তাই তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় ওই সাধারণ ডায়েরী করেছেন।
জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী হাফিজ আরব খান বলেন, যে আইডতে আবারক আলীকে নিয়ে লেখা হয়েছে সেটি আমার নয়। কেবা কাহারা আমার নামে এই আইডি খুলে অপপ্রচার করছে। আমি থানায় জিডি করতে গেলে পুলিশ আমার জিডি নেয়নি।