রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বিয়েতে রাজি না হওয়ায় যুবতীর মুখে এসিড নিক্ষেপের ঘটনায় মূল হোতা লাল চান বাউরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল (১৫ মে) সন্ধ্যায় রাজনগর থানাধীন চান্দভাগ চা বাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাল চান বাউরী (২৫) রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের মৃত অনিল বাউরীর ছেলে।
এ ঘটনায় মেয়েটির ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লালচান বাউরীকে অভিযুক্ত করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, চান্দভাগ চা বাগানের লাল চান বাউরী একই চা বাগানের মৃত রবিলাল বাউড়ির মেয়ে ভাগ্যরাণী বাউড়িকে (১৮) পছন্দ করতো এবং রাস্তাঘাটে প্রায়ই উত্যক্ত করত। কিছুদিন আগে লাল চান বাউরী ভিকটিমের পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় লাল চান বাউরী মেয়েটির উপর ক্ষিপ্ত ছিল।
এ ঘটনার জেরে গত ১৪ মে রাত সাড়ে ৯টায় ভাগ্যরাণী বাউরী রান্না করার সময় অভিযুক্ত লালচান বাউরী সিরিঞ্জের ভেতর এসিড ভরে ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে ভাগ্যরানীর উপর নিক্ষেপ করে।এতে ভাগ্যরাণীর ডান চোখ ও গালের অংশ পুড়ে যায়।
এব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, বর্তমানে ভিকটিম ভাগ্যরানী বাউরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃত আসামি প্রাথমিকভাবে এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে।