মো: শফিয়ার রহমান পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় ৭১টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমে হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন শনিবার বিকালে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ( বিএমএসএস) এর পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে সংগঠনের সভাপতি শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন (বিএমএসএস) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান মিজান।
এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক জি এম আসলাম হোসেন, মোঃ আব্দুল মজিদ, শেখ সেকেন্দার আলী,পলাশ কর্মকার, আসাদুল ইসলাম আসাদ, মানসুর রহমান জাহিদ, ফিরোজ আহম্মেদ,আবু ইসহাক,শাহ জামান বাদশা, শাহরিয়ার কবির, রিয়াজুল আকবার লিংকন, মোঃ খোরশেদ আলম, শাফিয়ার রহমান, ফারুক হোসেন,মফিজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন,বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। সাংবাদিক সাগর-রুনির বিচার আজও হয়নি। বার বার এই মামলার অভিযোগ গঠনের শুনানির সময় বৃদ্ধি করা হচ্ছে।
এই অবস্থায় দেশের সাংবাদিক সমাজ গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ চায় না। অবিলম্বে বিশেষ আদালতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত নিস্পত্তির দাবি করেন।
অন্যথায় সাংবাদিক সমাজ দাবি আদায়ে আবারও রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
ইতোমধ্যে নাদিম হত্যার মূলহোতা ও নির্দেশদাতা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে আটক দেখানো হয়েছে। এ ঘটনায় প্রশাসনের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন ২০২৩) তারিখ রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। গত (১৫ জুন ২০২৩) তারিখ বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন সাংবাদিক নাদিম।