নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় প্রতিযশা শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যাক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মরহুম অধ্যাপক তফসির উদ্দিন খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ই জুলাই শুক্রবার নেত্রকোণা প্রেসক্লাব অডিটোরিয়ামে অধ্যাপক তফসির উদ্দিন খান স্মরণানুষ্ঠান আয়োজন পর্ষদ আয়োজনে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মতিউর রহমান সভাপতিত্বে স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, সাবেক জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল,নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এইসব বক্তারা অধ্যাপক তফসির উদ্দিন খানের জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে আয়োজন পর্ষদের পক্ষ থেকে অধ্যাপক তফসির উদ্দিন খানের পরিবারের হাতে শ্রদ্ধার্ঘ তুলে দেওয়া হয়।