নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
১৫ই আগষ্ট মঙ্গলবার বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট আরিফুজ্জামান রনি সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিস, নেত্রকোণা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাকিল হাসান সুজাত সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং বিদেশে পলাতক সকল আসামিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানাই। এবং আমরা নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেষ রক্তবিন্দু থাকা অবধি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাব এবং আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে তবেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।