ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স টিম।
বুধবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় এ কে খান গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক জানান, বুধবার রাতে একটি বড় মাদকের চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদ ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে।
পরে ওই সংবাদের ভিত্তিতে পুলিশ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের সদস্যরা ফৌজদারহাট থেকে এ কে খান গেট এলাকায় নজরদারি শুরু করে।
এ সময় সন্দেহভাজন শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। পরে একটি সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ তল্লাশিকালে পাওয়া যায় হেরোইনের প্যাকেট।
তিনি আরও জানান, ব্যাগের ভেতরে সাদা প্লাস্টিকের ৮টি প্যাকেটে ছিল। ব্যাগে ছিল প্রায় দুই কেজি ওজনের হেরোইন। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে ব্যাগের মালিক কে টাস্কফোর্স সদস্যরা তা শনাক্ত করতে পারেননি। ওই গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।