গত ২০ সেপ্টেম্বর বুধবার কিয়ামপুর স্পোর্টস ক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে রকিব খানকে সভাপতি এবং মোঃ জামিল কে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া মাহবুব আলম (সিনিঃ সহ-সভাপতি) নেওয়াজ আহমদ (সহ-সভাপতি) তপন দেবনাথ (সাংগঠনিক সম্পাদক) আরিফুল আলম (অর্থ সম্পাদক) নাহিদ আহমদ (প্রচার সম্পাদক) আবিদ আহমদ (দপ্তর সম্পাদক) এবং রাশেদ খানকে ক্রীড়া সম্পাদক করা হয়।
এছাড়া সাজেল মিয়া, তানভীর আহমদ, ইমন মিয়া, মোঃ রেদওয়ান, শরিফুল মিয়া, কওছর মিয়া, সাকিব আহমদ, নাইম আহমদ, পায়েল দাস, রাকিব আহমদ, অনিক দাস, নয়ন দাস, অলক দাস, মোঃ মেহেদী কে সদস্য পদে রাখা হয়।
কমিটি ঘোষণা পর ক্লাবের সভাপতি রকিব খান ও সাধারণ সম্পাদক মোঃ জামিল এন আর ডি টিভিকে বলেন, ক্লাবের মাধ্যমে গ্রামের পরিচিতি ও খেলাধুলার মাধ্যমে ক্লাব কে অনেক দূর নিয়ে যাবেন।