কানাডার ব্যবহারকারীদের জন্য নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদপ্রাপ্তি সীমাবদ্ধ করবে বলে জানিয়েছে মেটা। কানাডীয় পার্লামেন্টে অনলাইন সংবাদ–সংশ্লিষ্ট একটি বিল উত্থাপন করায় এমন পদক্ষেপ নিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ বিলটির ফলে বড় প্রতিষ্ঠানগুলো তাদের সাইটে পোস্ট করা সংবাদের জন্য প্রকাশকদের অর্থ দিতে হবে।
মেটা ও গুগল দুই প্রতিষ্ঠানই ইতিমধ্যে কানাডার কিছু নাগরিকের সংবাদপ্রাপ্তি সীমিত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। ২০২১ সালে অস্ট্রেলিয়ায় একই রকম একটি আইনের প্রতিক্রিয়া হিসেবে ফেসবুকে ব্যবহারকারীদের খবর শেয়ার করা বা দেখা বন্ধ করা হয়েছিল।
গত বৃহস্পতিবার কানাডার সিনেটে ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নিয়ে ইতিবাচক আভাস পাওয়া যায়। নতুন এ আইনের ফলে মেটা ও গুগলের মতো প্ল্যাটফর্মকে সংবাদ প্রকাশকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে হবে। এ ছাড়া প্ল্যাটফর্মগুলো সংবাদমাধ্যমকে তাদের আধেয়ের জন্য অর্থ দেবে।
তবে মেটা এ আইনকে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে বলছে, ‘আমাদের প্ল্যাটফর্মের কাজের ধরন এ আইনে উপেক্ষিত।’ মেটা বলছে, আইনটি কার্যকর হওয়ার আগে কানাডার সব ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদপ্রাপ্তির সুযোগ বন্ধ হয়ে যাবে। গুগলও এ বিলটিকে বর্তমান পরিপ্রেক্ষিতের বিবেচনায় অকার্যকর বলে অভিহিত করেছে। এমনকি তারা পরবর্তী পদক্ষেপের জন্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহও প্রকাশ করেছে।
এদিকে ফেডারেল সরকার আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলছে, কানাডার ডিজিটাল সংবাদ বাজারে ন্যায্যতা প্রতিষ্ঠায় আইনটি জরুরি। এ ছাড়া এ আইনের ফলে এসব প্ল্যাটফর্মে সংবাদ ও লিংক শেয়ার করা হলে এর থেকে আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে পারবে সংবাদমাধ্যম। কারণ, প্ল্যাটফর্মগুলো সংবাদ তৈরির সঙ্গে জড়িত থাকে না। সংবাদ তৈরি করে সংবাদমাধ্যম।
এক বিশ্লেষণের অনুমানে দেখা গেছে, এ বিলটি কার্যকর হলে সংবাদ প্রতিষ্ঠানগুলো এসব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতিবছর প্রায় ৩২ কোটি ৯০ লাখ কানাডিয়ান ডলার রাজস্ব আয় করতে পারবে। ধারণা করা হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে কানাডায় অনলাইন সংবাদ নিয়ে এ বিলটি কার্যকর হতে পারে।
কানাডার ব্যবহারকারীদের জন্য নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদপ্রাপ্তি সীমাবদ্ধ করবে বলে জানিয়েছে মেটা। কানাডীয় পার্লামেন্টে অনলাইন সংবাদ–সংশ্লিষ্ট একটি বিল উত্থাপন করায় এমন পদক্ষেপ নিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ বিলটির ফলে বড় প্রতিষ্ঠানগুলো তাদের সাইটে পোস্ট করা সংবাদের জন্য প্রকাশকদের অর্থ দিতে হবে।
মেটা ও গুগল দুই প্রতিষ্ঠানই ইতিমধ্যে কানাডার কিছু নাগরিকের সংবাদপ্রাপ্তি সীমিত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। ২০২১ সালে অস্ট্রেলিয়ায় একই রকম একটি আইনের প্রতিক্রিয়া হিসেবে ফেসবুকে ব্যবহারকারীদের খবর শেয়ার করা বা দেখা বন্ধ করা হয়েছিল।
গত বৃহস্পতিবার কানাডার সিনেটে ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নিয়ে ইতিবাচক আভাস পাওয়া যায়। নতুন এ আইনের ফলে মেটা ও গুগলের মতো প্ল্যাটফর্মকে সংবাদ প্রকাশকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে হবে। এ ছাড়া প্ল্যাটফর্মগুলো সংবাদমাধ্যমকে তাদের আধেয়ের জন্য অর্থ দেবে।
তবে মেটা এ আইনকে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে বলছে, ‘আমাদের প্ল্যাটফর্মের কাজের ধরন এ আইনে উপেক্ষিত।’ মেটা বলছে, আইনটি কার্যকর হওয়ার আগে কানাডার সব ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদপ্রাপ্তির সুযোগ বন্ধ হয়ে যাবে। গুগলও এ বিলটিকে বর্তমান পরিপ্রেক্ষিতের বিবেচনায় অকার্যকর বলে অভিহিত করেছে। এমনকি তারা পরবর্তী পদক্ষেপের জন্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহও প্রকাশ করেছে।
এদিকে ফেডারেল সরকার আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলছে, কানাডার ডিজিটাল সংবাদ বাজারে ন্যায্যতা প্রতিষ্ঠায় আইনটি জরুরি। এ ছাড়া এ আইনের ফলে এসব প্ল্যাটফর্মে সংবাদ ও লিংক শেয়ার করা হলে এর থেকে আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে পারবে সংবাদমাধ্যম। কারণ, প্ল্যাটফর্মগুলো সংবাদ তৈরির সঙ্গে জড়িত থাকে না। সংবাদ তৈরি করে সংবাদমাধ্যম।
এক বিশ্লেষণের অনুমানে দেখা গেছে, এ বিলটি কার্যকর হলে সংবাদ প্রতিষ্ঠানগুলো এসব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতিবছর প্রায় ৩২ কোটি ৯০ লাখ কানাডিয়ান ডলার রাজস্ব আয় করতে পারবে। ধারণা করা হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে কানাডায় অনলাইন সংবাদ নিয়ে এ বিলটি কার্যকর হতে পারে।