২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতার উল্লাসে উল্লাসিত জনতা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে স্বাধীনতার নায়কদের।
রোববার ভোর ৫টা ৫৭ মিনিটে দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। শ্রদ্ধা জানানো শেষে ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অন্যান্য আনুষ্ঠানিকতার শেষ করে সৌধ এলাকা ত্যাগ করেন। এর পরেই স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দেশি-বিদেশি কূটনীতিক সংগঠন দলে দলে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিয়ে প্রবেশ করতে থাকেন ।