নেত্রকোণা প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনায় নেত্রকোণায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনকে ঘিরে নেত্রকোণায় ছিলো উৎসব ও আনন্দমুখর পরিবেশ।
এই উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার সকালে শহরের নরসিংহ জিউর আখড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শ্রী কৃষ্ণের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আশিষ সরকার উৎপলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী খান খসরু এম. পি.।
বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক শাহেদ পারভেজ , প্রতিরোধ যোদ্ধা ‘৭৫ ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল , পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ ,
বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম , সাধারণ সম্পাদক
এডভোকেট মো: শামছুর রহমান লিটন , সাবেক যুব ও ক্রীড়া উপ- মন্ত্রী আরিফ খাম জয় , সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শ্রী প্রশান্ত কুমার রায়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন
পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি শ্রী জ্ঞানেশ চন্দ্র সরকার ও বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্য পরিযদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিজ । পরে জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধন করেন নেত্রকোনা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : নজরুল ইসলাম খান ।বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বড় বাজার , ছোট বাজার, তেরী বাজার ঘুরে
পুনরায় নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে শেষ হয়।পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।