স্পোর্টস ডেস্ক :: ক্রিকেটের ইতিহাসে নানা ঘটনা থাকলেও নতুন করে আরেকটা ইতিহাস তৈরি করলেন এক ক্রিকেটার।১বলে ১৮রান দিয়ে নতুন ইতিহাস গড়লেন সিনিয়র বোলার অভিষেক তানওয়ার।
ঘটনাটি ঘটে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে।।
ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল চিপক সুপার গিলিস ও সালেম স্পার্টান্স। স্পার্টান্সের অধিনায়ক অভিষেক এক বলে দেন ১৮ রান। তার ওই ওভারে মোট হয়েছিল ২৬ রান।
এদিন শেষ ওভারটি করতে আসেন তিনি। প্রথম ৫টি বল ঠিকমতো করলেও বিপত্তি বাধে শেষ বলটি করতে গিয়ে। ওই বলটি তিনি নো দেন এবং ব্যাটসম্যান বোল্ড হন। পরের বলটিও নো হয় এবং ব্যাটসম্যান ছক্কা হাঁকান (১+৭=৮)। পরের বলটিও নো হয় এবং ব্যাটসম্যানদ্বয় ২ রান নেন (১+৭+৩=১১। পরের বলটি তিনি ওয়াইড দেন (১+৭+৩+১=১২)। শেষ বলটি লিগ্যাল হলেও সেটিতে ছক্কা হজম করেন (১+৭+৩+১+৬)। তাতে ১ বলে মোট ১৮ রান দিয়ে মাঠ ছাড়েন তিনি।
অবশ্য এমন বাজে বোলিংয়ের দায় তিনি নিয়েছেন, ‘শেষ ওভারের দায়টা অবশ্যই আমাকে নিতে হবে। একজন সিনিয়র বোলার হিসেবে চারটি নো বল দেওয়া হতাশাজনক। আসলে বাতাস ছিল প্রচুর। যে কারণে বল করতে সমস্যা হচ্ছিল।’
অভিষেক অবশ্য তামিলনাড়ু প্রিমিয়ার লিগের গেল আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। এই আসরে তিনি একটি লজ্জার রেকর্ড গড়লেন।