লা লিগায় বারবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। সবশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ভিনির সঙ্গে ঘটে একই ঘটনা। তাতে স্প্যানিশ লিগকে কাঠগড়াতে তুলেছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। তখন ভিনিসিয়ুসকে কথা শুনিয়ে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস সমালোচনার মধ্যে পড়েছিলেন। সমালোচনায় পরে তেবাস ক্ষমা চেয়েছেন ভিনিসিয়ুসের কাছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেছেন, ‘মনে হচ্ছে আমার কথার প্রতিক্রিয়া খুব একটা ভালো নয়। আমি আসলে তাঁদের প্রতি বলতে চাচ্ছি, যাঁরা মনে করছেন পরিস্থিতি অনুযায়ী আমার কথাগুলো ভুল ছিল। আমাকে এ জন্য ক্ষমা চাইতেই হবে।’
তেবাস জানান ভিনিসিয়ুসকে ব্যক্তিগত আক্রমণের কোনো ইচ্ছা তাঁর ছিল না। ‘আমি ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাচ্ছি। শুধু ভিনিসিয়ুসই নন, যাঁরা মনে করেন আমার টুইটটি ভিনিকে আক্রমণ করে করা হয়েছিল, তাঁদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।’
স্পেনের আইন অনুযায়ী লা লিগা কর্তৃপক্ষ শুধু বর্ণবাদী অপরাধ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে দিতে পারে। আইন প্রয়োগের কাজ স্পেন সরকারের।