একদিনের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব চলছে জিম্বাবুয়েতে। এখনও শেষ হয়নি গ্রুপ পর্বের সব ম্যাচ। বাকি রয়েছে সব দলের শেষ ম্যাচটি। তবে তার আগে নিশ্চিত হয়ে গেছে সুপার সিক্সের ৬ দল। টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক জিম্বাবুয়ে চমক দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে পরের পর্বে।
মঙ্গলবারই শেষ হবে গ্রুপ পর্বের সব খেলা। মাঝে একদিন বিরতি দিয়ে ২৯ জুন থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে আসা দলের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দ্বিতীয় রানার্স-আপ দলটি।
এই পর্বের প্রথম ম্যাচে এ গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বি গ্রুপের দ্বিতীয় রানার্স-আপ দল ওমান। পরদিন ৩০ জুন বি গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ১ জুলাই স্কটল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
২ জুলাই দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ জুলাই খেলতে নামবে ওমান। জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের লড়াই হবে ৪ জুলাই। ওমানকে উইন্ডিজরা মোকাবেলা করবে ৫ জুলাই। ৬ ও ৭ জুলাই যথাক্রমে একে অন্যকে মোকাবেলা করবে নেদারল্যান্ডস-স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা-উইন্ডিজ।
সুপার সিক্সের পয়েন্ট তালিকার সেরা দুই দল আগামী ৯ জুলাই মুখোমুখি হবে ফাইনালে। স্থানীয় সময় সকাল ৯টায় হারারে স্পোর্টস ক্লাব থেকে শুরু হবে ম্যাচটি। দুই ফাইনালিস্টই নবম ও দশম দল হয়ে খেলতে যাবে ভারত বিশ্বকাপে।