পিএসজি থেকে লিওনেল মেসির বিদায়টা কি আরও ভালো হতে পারতো না? দুই বছর আগে মনের ইচ্ছের বিরুদ্ধে বার্সেলোনা ছাড়তে হয়েছিল তাকে। এরপর নতুন ঠিকানা হিসেবে ফ্রান্সের প্যারিসকেই বেছে নেন তিনি। তবে সেই সময় করা দুই বছরের চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না আর্জেন্টিনা অধিনায়ক।
গত রাতে পিএসজির হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মেসি। ক্লেরমঁর বিপক্ষে লিগ ওয়ানে ৩-২ গোলে হেরেছে তার দল। গোলের দেখা পাননি মেসি। অথচ বিদায়টা অন্য রকমও হতে পারতো।
সবাই ভেবেছিলেন নিজের সেরাটা দিয়েই প্যারিসকে বিদায় জানাবেন মেসি। কিন্তু ফরাসি ক্লাবের হয়ে শেষ দিনে তিনি আটকে গেলেন। বিদায়ী ম্যাচে একরাশ বিষণ্নতা নিয়েই মাঠ ছাড়লেন।
এই ম্যাচ ছিল মেসির পাশাপাশি সার্জিও রামোসেরও শেষ ম্যাচ। তাই উৎসবের আবহে শুরু হয়েছিল। তিন ছেলেকে সঙ্গে নিয়ে প্যারিসকে শেষ বিদায় জানাতে মাঠে নেমেছিলেন মেসি।
দল জিততে না পারায় বিষন্নতায় বিদায় নিতে হয়েছে মেসিকে। ম্যাচের শুরুতে আবার দুয়ো শুনতে হয়েছে তাকে। প্যারিসের ক্লাবটিতে থাকা কালে শেষ কিছুদিন যা নিয়মিতই ঘটেছে তার সঙ্গে।
পিএসজির হয়ে দুই মৌসুমে ৩২টি গোল করেছেন মেসি, অ্যাসিস্ট ৩৫টি। এই সময়ে দুটি লিগ শিরোপা ও একটি ফরাসি কাপ জিতেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে মেসি বিশ্বকাপ জিতেছেন পিএসজিতে থাকার সময়েই।
মেসি পিএসজি ছাড়লেন। এখন ভক্তদের অপেক্ষা তার নতুন ঠিকানা জানার। এ ক্ষেত্রে বেশ কয়েকটি ক্লাবের নামই আছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল মেসিকে চায়। বার্সেলোনা ও ইন্টার মিয়ামিও আছে তালিকায়। এ ছাড়া কয়েকটি ইংলিশ ক্লাবও নাকি মেসির প্রতি আগ্রহ দেখিয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা মেসির।
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, এ সপ্তাহেই সিদ্ধান্ত নেবেন মেসি। এদিকে আল-হিলাল ক্লাব ৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায় বলে খবর। কি হবে শেষ পর্যন্ত? উত্তরের জন্য আসলে অপেক্ষা ছাড়া উপায় নেই।