তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ভারতের জাতীয় নারী ক্রিকেট দল। আগামী ৯ জুলাই টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে নিগার সুলতানা জ্যোতি ও হরমনপ্রীত করদের মাঠের লড়াই।
আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা হয়নি এখনও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল সংবাদমাধ্যমকে ভারতের মেয়েদের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রিকবাজকে নাদেল বলেন, ‘আমরা ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে জুলাইয়ে সাদা বলের সিরিজ খেলব। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।’
আর সেটা হলে গত ১১ বছরের মধ্যে মিরপুরে প্রথমবারের মতো মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষ ২০১২ সালে এই ভেন্যুতে মেয়েদের ম্যাচ হয়েছে। সেই ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
সব ঠিক থাকলে ভারতের মেয়েরা ঢাকায় আসবে আগামী ৬ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই।