মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীয়া সমিতি মৌলভীবাজার এর আয়োজনে জেলা স্টেডিয়ামে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।