ক্রিস গেইলকে পেছনে ফেলে আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন বিরাট কোহলির। সেদিন রাতে শুবমান গিলও শতক হাঁকিয়েছিলেন। তার আগে সন্ধ্যায় দাপুটে সেঞ্চুরি করেছিলেন ক্যামেরুন গ্রিন। তিন শতকে আইপিএলের সেদিনটা যেন রোমাঞ্চকর হয়ে উঠেছিল। তবে বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি দুজনের ব্যাটিং নজরে রাখলেও ইচ্ছে করেই যেন এড়িয়ে গেছেন কোহলির রেকর্ডটি।
গ্রিন ও গিলের প্রশংসা করে একটি টুইটও করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। কিন্তু সেই টুইটে ছিল না কোহলির রেকর্ডের কোনো প্রসঙ্গ। এ নিয়ে ভারতের ক্রিকেট অনুসারী আর কোহলির ভক্তরা প্রশ্ন তুলেছেন—তাহলে কি কোহলির সঙ্গে তার ঝামেলাটা আবার উসকে দিলেন সৌরভ?
কোহলির রেকর্ডের প্রসঙ্গ এড়িয়ে সৌরভ প্রশংসা করেছেন শুধু গিল ও গ্রিনের। টুইটারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি লিখেছেন, ‘কী অসাধারণ প্রতিভা এই দেশ তৈরি করেছে! শুবমান গিল...অসাধারণ। টানা দুই ম্যাচে দুটি দুর্দান্ত সেঞ্চুরি। আইপিএল…কী অসাধারণ মান এই প্রতিযোগিতার!’
টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি বলতে গিলের আগে গ্রিনের সেঞ্চুরির কথা বুঝিয়েছেন সৌরভ। তার এ ধরনের মানসিকতা অনেকেই মেনে নিতে পারেননি।
ভারতের অন্যতম সফল অধিনায়কের টুইটের জবাব দিয়ে একজন লিখেছেন, ‘শুবমানের প্রতিভা ঠিক আছে। কিন্তু কিং কোহলি সবার সেরা।’ আরেকজন লিখেছেন, ‘কোহলির নামও উচ্চারণ করা উচিত ছিল। কোহলিও দুর্দান্ত খেলেছেন।’
দুজন আবার সরাসরি সৌরভের সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘দাদা, আপনার হৃদয় খুবই ছোট। শুধু শুবমান গিলেরই প্রশংসা করলেন? বিরাট কোহলিও কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করেছেন। তারও প্রশংসা প্রাপ্য।’ অন্যজনের রিটুইট, ‘কোহলির নাম না নিয়ে সৌরভ বুঝিয়ে দিলেন, কোহলিকে কতটা ঘৃণা করেন।’