পিঠে চোট রয়েছে রশিদ খানের। তাই তারকা এই লেগ স্পিনারকে ছাড়াই বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে আফগানিস্তান। নিজেদের সেরা বোলারকে না পেলেও আফগানরা অবশ্য আত্মবিশ্বাস হারাচ্ছে না। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি সংবাদসম্মেলনে রশিদকে নিয়ে করা প্রশ্নে যা বললেন তার সারমর্ম, রশিদের অনুপস্থিতিতে অন্যরা ভালো করতে মুখিয়ে আছে। রশিদের অনুপস্থিতি তাই ভাবাচ্ছে না তাদের।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত সংবাদসম্মেলনে আফগান দলের প্রতিনিধি হয়ে আসেন শহিদি। এ সময় রশিদের না থাকা নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সবাই জানে সে আমাদের অন্যতম প্রধান বোলার। একটু চ্যালেঞ্জিং তো হবেই। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশা আল্লাহ।’
আফগানিস্তান যেমন রশিদ খানকে পাচ্ছে না, তেমনই বাংলাদেশ এ ম্যাচে পাচ্ছে না সাকিব আল হাসানকে। আঙুলের চোটে ভুগছেন বাংলাদেশ অধিনায়ক। হাসমতউল্লাহ শহিদি সাকিবের প্রসঙ্গ টেনে বললেন, ‘সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে। তবে আগে যেটা বললাম, আমাদের আরও ভালো বোলার আছে, ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে।’
রশিদ না থাকলেও আফগানিস্তানের স্কোয়াডে স্পিনার হিসেবে রয়েছেন বাঁহাতি স্পিনার আমির হামজা, বাঁহাতি রিস্ট স্পিনার জহির খান এবং লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। ১৯ বছর বয়সী লেগি নাভিদ আছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়।
মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তানের মাধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ১৪ জুন। এর আগে দুই দল একবারই মুখোমুখি হয়েছে টেস্টে। ২০১৯ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত সেই টেস্টে ২২৪ রানের বড় ব্যবধানে জিতেছিল আফগানিস্তান।