লিওনেল মেসি যে পিএসজিতে আর থাকছেন না, নিশ্চিত হয়ে গেছে সেটা। ক্লেহমোঁর বিপক্ষে লিগ ওয়ানের আসছে ম্যাচটি হবে প্যারিসের দলটির হয়ে আর্জেন্টাইন তারকার শেষ ম্যাচ। কোচ ক্রিস্তফ গালতিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
কিন্তু মেসির নতুন ঠিকানা কি হবে? বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলছেন, আসছে সপ্তাহেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।
মেসি ফের নিজের শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন বলে গুঞ্জন রয়েছে। কাতালান ক্লাবটিরও প্রবল আগ্রহ তাকে ফিরে পেতে। এদিয়ে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ও মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিও তাকে পেতে মরিয়া।
কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো মেসিই নেবেন। মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে জাভি বললেন, ‘মেসির জন্য এখানে (বার্সেলোনা) দুয়ার খোলা। আমি মনে করি যদি সে এখানে আসার সিদ্ধান্ত নেয় তবে আমাদের অনেক সাহায্য করতে পারবে। কিন্তু সম্ভবত তাকে আমাদের একা থাকতে দেওয়া উচিত। সে আমাকে বলেছে আগামী সপ্তাহে সে সিদ্ধান্ত নেবে। আমি তাকে ফিরে পেতে চাই, ১০০%।’
বার্সেলোনায় এক সময়ে একসঙ্গে খেলেছেন মেসি ও জাভি। মেসি সত্যিই বার্সেলোনায় ফিরলে সাবেক সতীর্থকে পাবেন কোচ হিসেবে।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। আর্থিক দুরবস্থার কারণে সেই সময় নিজেদের ক্লাবের ইতিহাসের সেরা তারকাকে ধরে রাখতে পারেনি বার্সা। সেই দুরবস্থা এখনও অবশ্য কাটেনি দলটির। মেসিকে পেতে তাই আর্থিক দিকটাই বার্সার জন্য বড় চ্যালেঞ্জ।
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এ মাসের শেষেই। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি।